কুষ্টিয়ায় কালের কণ্ঠের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা, কেক কাটা ও ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে কালের কণ্ঠ কুষ্টিয়ার জেলা প্রতিনিধি তারিকুল হক তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী,টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির জেলা কমিটির সভাপতি ও কালের কণ্ঠের শুভসংঘের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি,আল মামুন সাগর, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি, আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সংবাদের প্রতিনিধি মিজানুর রহমান লাকি, ইত্তেফাকের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কালের কণ্ঠের শুভসংঘের সাধারণ সম্পাদক কাকলী খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেছেন, ‘একটি সমাজ বা দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে সাংবাদিকসহ সব শ্রেণি পেশার মানুষকে একযোগে দেশের স্বার্থে কাজ করতে হবে।
এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান পত্রিকা হচ্ছে দৈনিক কালের কন্ঠ। জাতির বিবেকের প্রতিনিধি হচ্ছে সাংবাদিকরা। তেমনি বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্প দিনের মধ্যেই কালের কণ্ঠ দেশের অন্যতম জনপ্রিয় দৈনিকে পরিণত হয়েছে। কালের কণ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ তথা দেশের উন্নয়নের অংশীদার হচ্ছে।
অনুষ্ঠানের শেষে কালের কন্ঠের সুর্দীঘ প্রকাশনা অব্যহত যাতে থাকে সে জন্যে মহান আল্লার দরবারে দোয়া করা হয়। ইত্তেফাকের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীজনসহ শুভসংঘের শুভসংঘেরর যুগ্ম সম্পাদক সুমাইয়া খাতুন,প্রচার সম্পাদক এসএম জামাল, মুন্তাসির আহম্মেদ, মেহেদী হাসান জয়, খালেদ, মোসাব্বির, নাফিজ,রিজাসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শুভসংঘের সদস্যরা শহরের কোট রেলওয়ে ষ্টেশনে শতাধিক ছিন্নমুল অসহায় দু:স্থ্যদের মাঝে দুপুরের খাবার ও মিষ্টি বিতরণ করেন।