কুষ্টিয়ায় ফাতেমা খাতুন (১৪) নামের নবম শ্রেণীর পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা এলাকার শহীদুল ঠাকুরের ইট ভাটার পাশের একটি ভুট্রা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, বিকেলে ভুট্টা ক্ষেতে তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কেন এবং কিভাবে এ হত্যাকান্ড ঘটেছে এ বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম।