করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের কৃষকের ২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগের শতাধিক নেতাকর্মী।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপনের নেতৃত্বে কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের কৃষক মতিয়ার রহমানের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেন।
এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘করোনার কারণে ঘরে আটকে থাকা মানুষ এবং কর্মহীন মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় আসন্ন বোরো মৌসুমে চাষিরা যাতে সময়মতো ঘরে ধান তুলতে পারে, ধান কাটার অভাবে যাতে চাষিরা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছি।’
‘যদি কোনো কৃষক অর্থাভাবে ও জনবলের অভাবে ধান কাটতে না পারে আমাদেরকে জানালে আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সকল নেতা-কর্মীরা তাদের জমির ধান কেটে তার ঘরে পৌঁছে দিব। মাঠের সব ধান কৃষকের ঘরে না ওঠা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মজিবর রহমান, বাড়াদীর ওহাব, সোহরাব হোসেনকে অর্থ সহায়তাও প্রদান করা হয়।
এসময় জেলা যুবলীগের সিনিয়র নেতা এ্যাড ইমরান হোসেন দোলন, আবু দাউদ খান, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার শাহীন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার শিহাব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।