কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সরকারী বাঁধের মাটি কেটে বিক্রি করার অপরাধে ৬ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচরা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জোবায়ের হোসেন চৌধুরী।
তিনি জানান, সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচরা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সরকারী বাঁধের মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর ঘটনার সত্যতা পাই। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকার শহর আলীর ছেলে ছাত্তার, একই এলাকার আরজান মন্ডলের ছেলে মোঃ রহিম, কুমারখালী উপজেলার বাঁশগ্রাম এলাকার খলিল শেখের ছেলে বশির ও তছির শেখ, হাসেন শেখের ছেলে বারিক এবং ডেটল শেখের ছেলে শিপন শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অবৈধ মাটি বহনকারী দুইটি ট্রলি আটক করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এর জিম্মায় দেয়া হয়।
পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার উপবিভাগীয় প্রকৌশলী শামীম হাসনায়ন মাহমুদ জানান, ডি-১ বিকে খালের পাড়ে মাটি কেটে ট্রলি করে নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে তাদের আটক করা হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।