কুষ্টিয়া সদর উপজেলায় অনুমোদনহীন একটি চিপস কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কবুরহাট এলাকার ‘বিসমিল্লাহ চিপস’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।