বিশিষ্ট ব্যবসায়ী ও দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু জাফর মোল্লাকে বাংলাদেশ তাতীলীগ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের বড় বাজার এলাকার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাতীলীগের জেলা কমিটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাজী হারুন অর রশীদ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মো: আব্দুল লতিফ, কুষ্টিয়া সদর উপজেলার সাধারন সম্পাদক মেজবাউর রহমান লিগারসহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।