জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী।
কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আইয়ুব হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কার্যকরী সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, রেনউইক শ্রমিকলীগের সভাপতি সেলিম রেজা রিপন,
যুব শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, কুমারখালী উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মনিরুল ইসলাম,জনতা ব্যাংক শ্রমিক লীগের সভাপতি সেলিম হোসেন, রুপালী ব্যাংক শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বাপাউবো সিবিএ ইউনিট কমিটি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন শ্রমিক লীগের প্রতিটি স্তরের নেতারা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।
আদর্শবান সংগঠনের নামই হলো জাতীয় শ্রমিকলীগ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, দেশ স্বাধীনের সময় শ্রমিক নেতাদের জীবন দিয়ে এদেশে আন্দোলনের স্বাধীনতা সুতিকাগার সৃষ্টি হয়েছিল। শ্রমিকলীগ সংগঠন সহ মাদার সংগঠন আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ।