কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় হানিফ আলী (৩৩) নামে এক চালকল শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হানিফ আলী দৌলতপুর উপজেলার মসলমপুর লক্ষীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে। সে আল্লারদর্গা বায়োজীদ এগ্রোফুড চালকল মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, হানিফ বাইসাকেল যোগে আল্লারদর্গা বায়োজীদ এগ্রোফুড চালকল মিলে কাজে যাচ্ছিলেন। এসময় আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালি ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হানিফ নিহত হন।নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।