কুষ্টিয়ার পোড়াদহ জংশনে ট্রেন থেকে লাফিয়ে পড়ে অর্ক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় পোড়াদহে এ ঘটনা ঘটেছে। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন। নিহত অর্ক পোড়াদহ স্টেশন এলাকার পল্টুর ছেলে।
ওসি জানান, বিকাল পৌঁনে ৫টার দিকে বেনাপোল এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অর্ক নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
-নিজস্ব প্রতিনিধি