কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় জামাল উদ্দিন মেম্বার (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে শহরতলীর (কুষ্টিয়া-খুলনা মহাসড়কের) বটতৈল মোড় কেএনবির প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন মেম্বার কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফের ছেলে। সে বল্লভপুর এলাকার সরকার রাইচ মিলের স্বত্বাধিকারী।
স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, জামাল মেম্বার বল্লভপুর তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীক কাজে মোটর সাইকেলযোগে কুষ্টিয়া শহরে আসার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক কেএনবি প্রতিষ্ঠানের সামনে পৌঁছা মাত্র গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চাল ব্যবসায়ীকে চাপা দেয়। ঘটনাস্থলে চাল ব্যবসায়ী জামাল উদ্দিন মেম্বার মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করলেও চালককে আটক করতে পারিনি পুলিশ।