কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপে বিরোধ হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে থানায় জড়ো হয় তারা। পরে সমঝোতা হয়েছে থানায়।
পুলিশ বলেছে, পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে ডাকা হয় তাদের।
গতকাল মঙ্গলবার দুপুর ১টায় সেখানে জড়ো হওয়া দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষদের মিলিয়ে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের তৃতীয় লিঙ্গের মানুষ দুটি গ্রুপে বিভক্ত হয়। এর মধ্যে নয়ন তারা নামে একজন তার দলবল নিয়ে কিছুদিন আগে অন্য গ্রুপে মিশে যায়। তৃতীয় লিঙ্গের নাহিদ অভিযোগ করেন, তারা শক্তিশালী হয়ে আমাদের এলাকায় টিকতে দিচ্ছে না, বাড়ি-ঘর ভাঙচুর করেছে। তারপর ওরাই আবার থানায় অভিযোগ করেছে। শেষ পর্যন্ত আমরাও থানায় অভিযোগ করি।
দুই গ্রুপের মধ্যে অর্থ আদায়ের জন্য এলাকার দখল নিয়েও দ্বন্দ্ব রয়েছে। এসব নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার দুপুরে মিরপুর থানায় দুই পক্ষকেই আসতে বলে পুলিশ।
থানায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ জড়ো হলে সেখানে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
তাদের দুই পক্ষের নেতাদের কথা শুনে এলাকা ভাগাভাগি করে দেন। মিলিয়ে দেন দুই পক্ষকেই। দুই পক্ষই খুশি হয়েছেন।
তারা আর কোনো বিরোধে জড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা।