করোনা ভাইরাস পরিস্থিতিতে বেকায়দায় পড়া কুষ্টিয়ায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে ১২০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, প্রতিবন্ধী ও কর্মহীন হয়ে পড়া ১২০ পরিবারের সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়।