কুষ্টিয়ায় কসমেটিকস সামগ্রী উৎপাদন প্রতিষ্ঠানে নকল ও স্বাস্থ্যহানিকর পণ্য উৎপাদন এবং বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস নামক একটি নকল প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী পরিচালক মো. সবুজ হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস নামক প্রতিষ্ঠান নকল প্রসাধনী কারখানায় দীর্ঘদিন ধরে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে।
নকল কসমেটিকস কারখানায় অভিযান স্বাস্থ্যহানিকর এসব নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় ঐতুবৃৃ কেমিক্যালকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বিপুল পরিমাণ কেমিক্যাল, নকল প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর সার্বিক সহযোগিতা প্রদান করেন।