কুষ্টিয়ার মিরপুরে পলিথিনে মোড়া একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ৩টার দিকে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পার্শ্বে খয়েরপুর এলাকার একটি দুয়া (খাল) থেকে পলিথিনে মোড়া অবস্থায় এ নবজাতকের মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকটি শিশু দুয়া (খাল) এর পানিতে হাত দিয়ে মাছ ধরতে নামে। এসময় তারা পানির নিচ থেকে একটি পলিথিন তুলে আনে। এসময় এর মধ্যে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা চিৎকার করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এ মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার এসআই আবু বক্কর জানান, পলিথিন কাগজে মোড়া অবস্থায় একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গর্ভপাত করে কেউ শিশুটিকে পলিথিনে মুড়িয়ে পানিতে ফেলে দিয়ে গেছে।