কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শহরের মজমপুর গেট এলাকায় এমআরএস তেল পাম্পের সামনে পেছন থেকে ধাক্কা দিলে মটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী আক্কাস আলী (৬০) মারা যান।
পুলিশ জানান, শুক্রবার গাংনী থেকে কুষ্টিয়ায় দাওয়াত খেতে আসার পথে শহরের মজমপুর গেট এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আক্কাস আলী।
নিহত আক্কাস মেহেরপুর জেলার গাংনী উপজেলার সহড়া বাড়িয়া এলাকার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে।
অপরদিকে সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় রাজ্জাক (৫০) নামের আরো এক মোটরসাইকেল আরোহী মারা যান। গুরুতর আহত রাজ্জাককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজ্জাকের বাড়ি ভেড়ামারা থানার পশ্চিম বাহিরচর এলাকার মৃত রহমান আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।