দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোট একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে ১টি পৌরসভায় ইভিএম ও ৩টিতে ব্যালটে নেয়া হচ্ছে ভোট। বিতর্ক এড়াতে আজ ভোটের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট। জেলার কুমারখালী পৌরসভাতেই ইভিএমে ভোট গ্রহণ চলছে।
আর বাকি তিনটি পৌরসভা অর্থাৎ কুষ্টিয়া, ভেড়ামারা ও মিরপুর পৌরসভায় ব্যালটে নেয়া হচ্ছে ভোট। জেলার চারটি পৌরসভায় বিভিন্ন দলের মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধ লাইনে দাঁড়ি ভোট দিচ্ছেন। এদিকে ভোট কেন্দ্র গুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৪টি পৌরসভায় ৯০টি কেন্দ্রে সর্বমোট ২,০২,৪৮৭ জন ভোটার।
কুষ্টিয়া পৌরসভা-মোট কেন্দ্র : ৬২ টি মোট ভোটার সংখ্যা: ১,৪৬,৪২৩ জন। মিরপুর পৌরসভা- মোট কেন্দ্র : ১০ টি মোট ভোটার সংখ্যা: ১৭,৬৬৯ জন। ভেড়ামারা পৌরসভা-মোট কেন্দ্র : ৯টি মোট ভোটার সংখ্যা : ১৯,৪০৫ জন। কুমারখালী পৌরসভা-মোট কেন্দ্র: ৯টি মোট ভোটার সংখ্যা: ১৮,৯৯০ জন।
কুষ্টিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন,কুমারখালীতে ৯টি কেন্দ্রে মোট ৭২টি ইভিএম মেশিন দেওয়া হয়েছে। বাকি গুলোতে ব্যালটে নেয়া হচ্ছে ভোট।
ভোটারদের নিরাপত্ত্বায় কেন্দ্র গুলোতে আনসার ও পুলিশের অবস্থানের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব ও বিজিবি কেন্দ্রের বাইরে টহল দিচ্ছে। ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করছে।