কুষ্টিয়ার দৌলতপুরের ৪৩ বোতল ফেনসিডিল রাখার মামলায় বাহাদুর শেখ (২৮) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার অপর আসামি বাহাদুরের ছোট ভাই রুবেল শেখ (২৭)কে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় দেন। মামলার দুই আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বাহাদুর শেখ দৌলতপুর উপজেলার মুথরাপুর গ্রামের ইমদাদুল শেখ এর ছেলে এবং রুবেল শেখ তারই ছোট ভাই। কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাড: অনুপ কুমার নন্দী কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিত্বে কুষ্টিয়ার দৌলতপুর থানার মুথরাপুর গ্রামের কবরস্থানের পাশের পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ৪৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ বাহাদুর শেখ এবং তার ছোট ভাই রুবেল শেখকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ । ওই ঘটনায় দৌলতপুর থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে ওই দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় বাহাদুর শেখ এবং তার ছোট ভাই রুবেল শেখের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ তদন্ত শেষে বাহাদুর এবং রুবেলের বিরুদ্ধে চুড়ান্ত তদন্ত প্রতিবেন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘ শুনানি শেষে সোমবার বিজ্ঞ আদালত আসামী বাহাদুর শেখকে যাবজ্জীবন কারাদন্ড এবং তার ছোট ভাই রুবেল শেখকে ৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।
কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাড: অনুপ কুমার নন্দী বলেন, মামলা চলাকালিন সময় আসামিদ্বয় জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। যার কারণে তাদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।