কুষ্টিয়ার মিরপুরে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম আহমেদ পমন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার সকালে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বহলবাড়ীয়া সাতমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম আহমেদ পমন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের মিজানুর রহমান মিলনের ছেলে।
ঘটনাস্থল থেকে স্থানীয় জাসদ নেতা সাইদুর রহমান মন্টু বলেন, নিহতের বাবা মিলন মিরপুর উপজেলা যুবলীগের সহসভাপতি। তার একমাত্র ছেলে পমন সেখানকার বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সামনে এসএসসি পরীক্ষা তাই প্রতিদিনের মতো বহলবাড়িয়া বাজারে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যাওয়ার পথে সাতমাইল মোড়ের ওপর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন পমন। এমন সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে পড়ে যায় পমন।