কুষ্টিয়া শহরের মিলপাড়ায় রেলওয়ে ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এর পর থেকে কুষ্টিয়া থেকে রাজবাড়ী ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, গমবোঝাই মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে ফরিদপুর যাচ্ছিল। দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশন অতিক্রম করার সময় বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা রেলপথ মেরামতের ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয় এবং রেলপথ দুমড়ে মুচড়ে যায়। মালবাহী ট্রেনের মোট ২২টি বগি ছিল যার সবগুলোতে গম বহন করা হচ্ছিল।
কুষ্টিয়ার স্টেশন মাস্টার এম এ জামান বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন তলব করা হয়েছে। তবে লাইন ২৪ ঘণ্টার আগে স্বাভাবিক করা সম্ভব হবে না।
তিনি দাবি করেন, ট্রলির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে ট্রেনের কোনও দায় নেই। এ লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন যাতায়াত করে বলে জানান তিনি।