বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ায় লকডাউন বাস্তবায়নে বরাবরের মত পুলিশের কঠোর নজরদারীর কারনে নগরীর ব্যস্ততম সড়ক গুলোতে দেখা গেছে শুনশান নিরবতা। এ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ায় সর্বাত্নক কঠোর লকডাউন কার্যকরী করতে পুলিশ সুপার খাইরুল আলম এর নেতৃত্বে জেলার প্রতিটি সড়কে দিনরাত কাজ করছে জেলা পুলিশের সদস্যগণ।
কুষ্টিয়াতে এ বিধি নিষেধ শতভাগ বাস্তবায়নে জেলা পুলিশ, বহুমুখী পদক্ষেপের মধ্যে অন্য জেলা হতে কুষ্টিয়া জেলার প্রবেশদ্বারসহ কুষ্টিয়া পৌর সভার আওতাধীন এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ । কুষ্টিয়া জেলার বারখাদা ত্রিমোহনী মোড়, বারখাদা ত্রিমোহনী মোড়, বটতৈল মোড়, লাহিনী বটতৈল মোড়, মোল্লাতেঘরিয়া মোড়, মিলপাড়া রেলক্রসিং, হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত ও জগতি রেল বাজার চেকপোস্টসহ বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট।
কুষ্টিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলার জন্য ০৭ টি চেকপোস্ট ছাড়াও শহরের মজমপুর রেলগেট, মঙ্গলবাড়ীয়া বাজার, ত্রিমোহনী, থানা মোড়, বড় বাজার রেলগেট, চৌরহাস মোড়, ছয় রাস্তার মোড়, কাস্টম মোড়সহ বিভিন্ন জায়গায় কঠোরভাবে মনিটরিং করছে পুলিশ সদস্য।
মঙ্গলবার সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে চেক পোস্টগুলিতে উপস্থিত হয়ে তদারকী করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।
এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতি তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। চলমান পরিস্থিতিতে কেহ বিধি-নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে পুলিশ সুপার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
লকডাউন তদাকরীকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমসহ সদর ট্রাফিক এর টিআই-০১, জেলা গোয়েন্দা শাখার অফিসার ও জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ।