কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজিজুল হক (৩৫) ও আব্দুর রশিদ (৩০) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন শ্রমিক আহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের নান্দিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক (৩৫) সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বামুনগ্রাম এলাকার সুলতান মন্ডলের ছেলে এবং আব্দুর রশিদ একই এলাকার লুৎফর মন্ডলের ছেলে।
এ ঘটনায় বামুনগ্রাম এলাকার খয়বার আলীর ছেলে শরিফুল ইসলাম এবং আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন গুরুত্বর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইট ভাটার মাটি কাটার জন্য সকালে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি কয়েকজন শ্রমিক নিয়ে যাচ্ছিলো। দ্রুত গতিতে ঐ ট্রলি নান্দিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রলির নিচে চাপা পড়ে আব্দুর রশিদ নামের এক শ্রমিক নিহত হয়। এসময় আরো ৩ শ্রমিক গুরুত্বর আহত হন।
আহত আজিজুল, শরিফুল ও খয়বারকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষনা করেন।