বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু, আইএলও কনভেনশনের অনুসরণে শ্রম আইন ও বিধিমালার সংশোধন, আইন করে জাতীয় ন্ন্যূতম মজুরি ঘোষণা এবং সর্বস্তরে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালুসহ স্কপের ৯ দফা দাবিতে কুষ্টিয়ায় ‘দাবি দিবস’ পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কুষ্টিয়া জেলা শাখা।
বুধবার সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ, মিছিল শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ আলী খানের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায়, বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি পলান বিশ্বাস, জাতীয় শ্রমিক জোট জেলা সভাপতি আমিরুল ইসলাম মকলু, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা সংগঠক ইসরারুল হক, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সংগঠক নীল কমল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক এ্যাড মীর নাজমুল ইসলাম শাহিন ও জাতীয় শ্রমিকলীগ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল ইসলাম প্রমুখ।
বক্তারা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় ৯ দফা ও স্থানীয় ১১ আশু দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।