কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাতীয় হ্যান্ডবল দলের সোহানুর রহমান সোহান।নেপালে অনুষ্ঠিত হওয়া সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) খেলা এই গোলরক্ষকের বয়স হয়েছিল মাত্র ২১ বছর। একই ঘটনায় তার এক বন্ধু হৃদয় হোসেন (২১) নিহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হোসেনাবাদ বাজারে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
নিহত সোহান উপজেলার ফিলিপনগরের কালু মিস্ত্রির ছেলে এবং তার বন্ধু হৃদয় হোসেন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর বাহিরমাদি এলাকার সাইদুল ইসলামের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, দুপুরের দিকে দৌলতপুরে মোটরসাইকেলের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে সোহান ঘটনাস্থলে মারা যান। পরে তার বন্ধুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকায় রেফার্ড করলে পথেই মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়েছে এবং সোহানের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় প্রতিযোগিতায় খেলা সোহান গত ডিসেম্বরে নেপালে হওয়া এসএ গেমসের বাংলাদেশ দলের প্রধান গোলরক্ষক ছিলেন। এছাড়া পাকিস্তানে আন্তর্জাতিক যুব হ্যান্ডবল ট্রফিতেও খেলেছেন তিনি।