কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শফিউল আজম ও এনামুল ইসলাম নামে দুজন নিহত হয়েছে।
বুধবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর মধুপুর কলারহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল আজম খয়েরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করতেন।
এবং এনামুল আমলা চরপাড়া গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে। নিহত দুজন মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ জানায়, শফিকুল আজম তার কর্মস্থল সাতক্ষীরা থেকে সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার মামাতো ভাই এনামুল ইসলাম। পথে মধুপুরে রডবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পর শিক্ষক শফিউল আজমের মৃত্যু হয়।
নিহত শিক্ষক শফিউলের ভাইরা ভাই স্বপন জানান, মাকে দেখার জন্য শফিউল তার মামাতো ভাই এনামুলের সাথে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিল এসময় মধুপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।