কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৪৫টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গতকাল পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৬৪ জন।
তিনি আরও জানান, জেলায় হোম আইসোলেশনে আছেন ১৬৫১। গত পরশু ছিলেন ১৫৫৬ জন। আগের দিন ছিলেন ১৪১২ জন। এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ১৯৬ জন।
এদিকে কুষ্টিয়া জেলায় চলমান লকডাউন এখনো বহাল রাখা আছে। গত মধ্যরাত থেকে ১৪ দিনের লকডাউন শেষে সোমবার ভোর থেকে আবার লকডাউন বাড়ানো হয়েছে।