করোনা মহামারির কারণে অক্সিজেন সংকট নিরসনে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার করোনা রোগীদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার সেট দিয়েছে কুষ্টিয়া জিলা সমিতি ইউ,এস,এ ইনক। একই সাথে হ্যান্ড সেনিটাইজার, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সেভ গার্ড বিতরণ করা হয়। বুধবার দুপুরে এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধির কাছে এগুলো হস্তান্তর করা হয়।
করোনাকালীন সময়ে কুষ্টিয়াবাসীর পাশে প্রবাস থেকে জনস্বার্থে “আমরা আছি সবসময়” এ স্লোগানকে সামনে রেখে
কুষ্টিয়া জিলা সমিতি ইউ,এস,এ ইনক এর সংগঠনদের সৌজন্যে অক্সিজেন সিলিন্ডার সহ এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জিলা সমিতি ইউ,এস,এ ইনক এর প্রতিনিধি মোমিনুল ইসলাম, হারুন অর রশীদ হিরু, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার প্রতিনিধিরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জিলা সমিতি ইউ,এস,এ ইনক এর সভাপতি আবু মুসা জানান, করোনার এ সংকটের মুহুর্তের এ সময়েও সামাজিক দায়বদ্ধতা ও কর্তব্যবোধের জায়গা থেকে কুষ্টিয়া জিলা সমিতি ইউ,এস,এ ইনক মানুষের পাশে থেকেছে। এরই ধারাবাহিকতায় আজকে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম এখানেই শেষ নয়। সংগঠনের পক্ষ থেকে যতটা সম্ভব করা হবে।
কুষ্টিয়া জিলা সমিতি ইউ,এস,এ ইনক এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান,
আমরা যারা কুষ্টিয়ার মানুষ এই নিউইয়ার্কে অবস্থান করছি আমরা এই সংগঠনের মাধ্যমে সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রাখি পাশাপাশি সব সময় দেশের সব ধরনের দুর্যোগে পাশে থেকেছি, আছি এবং থাকবো।
তিনি আরও জানান, দেশে প্রায় দেড় বছর ধরে করোনার সংকট চলছে। সম্প্রতি কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, গ্রামেও ছড়িয়ে পড়েছে এই মহামারী করোনাভাইরাস। অনেক রোগী মারা যাচ্ছে, অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। আমরা আমাদের সাধ্যমত জেলার প্রত্যন্ত অঞ্চলে অক্সিজেন সিলিন্ডারগুলো পৌঁছে দিচ্ছি। যাতে করে তাৎক্ষণিকভাবে করোনায় আক্রান্ত রোগীর অক্সিজেন সঞ্চালনের মাধ্যমে অন্ততপক্ষে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।