কুষ্টিয়া অটো এন্ড মেজর হাস্কিং মিল মালিক সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার (ডিসি ফুড) এস এম তাহসিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া অটো এন্ড মেজর হাস্কিং মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে কুষ্টিয়া অটো এন্ড মেজর হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক হাজী জয়নাল আবেদীন প্রধানের নেতৃত্বে সদ্য যোগদানকৃত এ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকার খাদ্যবান্ধব সরকার। এই কুষ্টিয়া জেলা দেশের এক তৃতীয়াংশ চালের চাহিদা মিটিয়ে থাকে। তাই বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা করতে সকল মিল মালিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এস এম বজলুর রহমান, সিনিয়র সভাপতি সহ সভাপতি হাজী লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধক্ষ্য হাজী আবুল হোসেন সরদারসহ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।