বেশি দামে পণ্য বিক্রি ও পণ্যের মূল্যতালিকা না থাকায় কুষ্টিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন বানু।
এসময় তিনি জানান, বেশি দামে পণ্য বিক্রি ও পণ্যের মূল্যতালিকা না থাকায় মুদী দোকান, বেশি দামে তরমুজ বিক্রি করার অপরাধে দুইটি তরমুজের আড়ত ও বেশি দামে ফল বিক্রির অপরাধে একটি ফলের দোকান ও একটি হোটেলে মোট সাড়ে বারো হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি মনিটরিংয়ের সময় বাজারে নিত্যপণ্যের সরবরাহ, মজুদ এবং মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাতুন নাহার, কৃষি বিপণন অধিদপ্তর কুষ্টিয়ার বাজার পরদির্শক জিয়া হায়দার নিরাপদ খাদ্য অফিসার সজীর পাল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতান রেবেকা নাসরীনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার শহরের পৌর বাজার, বড় বাজার, এনএস রোড,মজমপুর এলাকার বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মনিটরিংকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেওয়া হয়।