দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বুইচিতলায় বিজিবির পৃথক মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ২টি মোটরসাইকেল আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ফুলবাড়ি বিওপির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বুইচিতলা গ্রামের শামীমের গোডাউনের সামনে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়।
এ সময় মোটরসাইকেল মালিক শফিকুল ইসলাম বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
এদিকে একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটের সময় বুইচিতলা নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসার কাছে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার মো: মুস্তাফিজুর রহমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় হাফেজিয়া মাদ্রাসার সামনে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন। মোটরসাইকেলের মালিক কুড়ুলগাছি মাঠপাড়ার কাজেম আলীর ছেলে আ: কুদ্দুস কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় ফুলবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার মো: মুস্তাফিজুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দশর্না থানায় একটি মামলা দায়েরপূবর্ক মোটরসাইকেল ২টি সোর্পদ করেছেন। অভিযোগ রয়েছে তারা দীর্ঘদীন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।