কেউ কি আছো দেখা করবে আমার সাথে, হোক অন্ধকার, হোক ঝড়-ঝঞ্ঝা, হোক মেঘে ঢাকা কালো রাত।
প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, সংগোপনে, বেলা, অবেলায়, অবহেলায়।
কেন হয় না ভোর, সূর্যের তাপ প্রখর।
কেন ঘাস ফড়িং দেরি করে বসে-সবুজ ঘাসেতে, ফুলের সুভাষ- ঘ্রাণ কেন মুগ্ধতা নাহি টানে?
আসে না সুঘ্রাণ নাশিকাতে।
ঝড়ের কালে, বটবৃক্ষের তলে আশ্রয় জমা হবে কি?
নাকি ভূতের হাউ মাউ খাওয়ের চিৎকার চেচামেচির আয়োজন।
কেউ কি আসবে, অমাবস্যার ঘুটঘুটে সেই ক্ষণে- জোনাকি পোকার মতো মিটিমিটি আলো জ্বেলে।
পিছলে পড়ে থেঁতলে গেছে কোমড়ের চারপাশ আসবে কি কেউ?
টেনে তুলবে-সেবার আশ্রমে।
আমার মমতায় পালিতরা আজ গগন-চুম্বী ইচ্ছায় লালন করে লোভ!
আমাকে দেখলে নাক ছিট কায়, যেন, জ্বালা-জ্বালা-জ্বালা। আমারও জ্বলে ওদের ঔদ্ধত্যে!
সে সব এখন থাক, আছো কি কেউ?
কেউ কি আছো-ঐ দেখো ধেয়ে আসছে আশঙ্কা, আমার ধ্যান, আমার জ্ঞান, তিল তিল করে গড়ে তোলা আমার জগৎ ওরা লুটপাট করে, আমার আব্রু ছিড়ে ফেলে, লোভ-লালসায়! থাক সে সব কথা।
মায়াময়ী কেউ কি আছো? আমায় জড়িয়ে ধরার? কেউ কি আছো? তাহলে এসো, এসো, হারিয়ে যাচ্ছি কালের বাঁকে।