ভূমিসেবা সপ্তাহ -২০২৩ এর শুভ উদ্ভোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয় চত্বরে এ সভা করা হয়।
ভূমিসেবা সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভুমি) নিরুপমা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জগন্নাথ সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন, সাবদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়ার আবদুল জলিল বিশ্বাস, কুশনার শাহরুজামান সবুজ, এলাঙ্গীর মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক চম্পা অধিকারী, সমবায় কর্মকর্তা মোছাঃজান্নাতারা হিরা, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।