দৈনিক আমার সংবাদ পত্রিকার ৯ম বছরে পর্দাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সন্ধায় মেইন বাজার উপজেলা সাংবাদিক ইউনিয়ন অফিসে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মঈন উদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর সভার নব-নিযুক্ত মেয়র সহিদুজ্জামান সেলিম। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সোহেল আল-মামুন, কাউন্সিলর রকিব উদ্দীন, কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মৃদুল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম রায়হান উদ্দীন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার, প্রভাষক আলতাফ হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।