ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আইনশৃঙ্খরা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কোটচাঁদপুর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,
কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজের প্রভাষক আলমগীর হোসেন, আনসার ভিডিপি অফিসার আবেদুল হাসান শিমুল, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী ও দোড়া ইউপি চেয়ারম্যান কাবিল উদ্দীন প্রমূখ।
সভায় অন্যান্য বিষয়ের মধ্যে বর্তমানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।