জাতীয় ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।
উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, খেলা ধুলায় অংশ গ্রহন করা,শুধু জেতার জন্য নয়। অংশ গ্রহন করাটাও একটা বড় ব্যাপার। খেলা ধুলার মধ্যে থাকলে শরীর মন,দুটিই ভাল থাকে। এ ছাড়া এ খেলার মাধ্যমে দেশ কে জাতীয় পর্যায় তুলে ধরা সম্ভব।এড়িয়ে চলা সম্ভব মাদকদ্রব্য থেকে ও।
পরে খেলায় বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন,অতিথিবৃন্দরা।