ঝিনাইদহের কোটচাঁদপুরে এনজিও কর্মীর ছিনতাই হওয়া আড়াই লাখ টাকা সহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পৌর শহরের অগ্রণী ব্যাংকের সামনে থেকে এনজিও কর্মীর টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে ধৃত করে। খবর পেয়ে থানার এস.আই তৌফিক আনাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইন্চার্জ মাহাবুবুল আলম জানান, বৃহস্পতিবার সকালে বন্ধু কল্যান ফাউন্ডেশনের ফরহাদ হোসেন নামে এনজিও কর্মী শহরে অগ্রনী ব্যংক শাখা থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করেন।
তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে রাস্তায় বের হওয়ার পরই এক যুবক তার হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় এনজিও কর্মীর আর্তচিৎকারে জনতা ধাওয়া করে ছিনতাইকারী ওই যুবক কে আটক করে।
এসময় আসামীর কাছ থেকে ছিনতাইকৃত আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।
ছিনতাইকারী যুবক যশোর কোতয়ালী থানার হাশিমপুরের আমতলা পুকুরপাড়া গ্রামের খলিল হাওলাদারের পুত্র বিল্লাল হোসেন (২৬)।
এ ঘটনায় বন্ধু কল্যান ফাউন্ডেশনের এরিয়া মনিটরিং অফিসার শাহিনুর রহমান সাইফার বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেছেন।
মেপ্র/আরপি