ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্যাক্টর থেকে আঁখ টানতে গিয়ে ইমরান হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সাফদারপুর মকসেদ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু খুলনা জেলার পাইকগাছা থানার দেপদোয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শিশু ইমরান হোসেনের বাবা স্থানীয় মকসেদ মোড়ে রিপন বিক্সে শ্রমিকের কাজ করেন। সে বাবার সাথে ইট ভাটার পাশেই একটি ঘরে বসবাস করতেন। মঙ্গলবার সকালে শিশুটি আখঁ খাওয়ার জন্য মোবারকগঞ্জ সুগার মিলের আঁখ বোঝাই একটি ট্যাক্টরের পিছনে দৌড়াতে থাকে। এসময় গাড়ি থেকে আঁখ টানতে গিয়ে ট্যাক্টরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারে পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেপ্র/ ইএম