ঝিনাইদহের কোটচাঁদপুরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, তথ্য কেন্দ্রের কার্যক্রম অর্থনৈতিক অগ্রগতিতে নারীর ভূমিকা, প্রাকৃতিক দুর্যোগ, করোনা প্রতিরোধে করণীয় এবং জাতীয় মহিলা সংস্থার আওতায় ‘তথ্য আপা’ প্রকল্পের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগা প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, তথ্য সেবা সহকারি মমতাজ খাতুন, শারমিন আক্তার, অফিস সহায়ক আফসানা খাতুন সহ তথ্য কেন্দ্রের সুবিধাভোগী গ্রামীণ প্রান্তিক নারীরা।