ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর ৫নং ওয়ার্ডের মালাকারপাড়ার মো. ফারুক হোসেনের ১০ মাসের শিশু কন্যা পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এঘটনা ঘটে ।
নিহতের স্বজনেরা জানান, নিহতের মা বালতিতে কাপড়চোপড় ভিজিয়ে রেখেছিলেন, পাশে ১০ মাসের শিশু শারমিলা খেলা করছিলো। পরে কাপড়চোপড় রোদে শুকায়তে দিতে গেলে শিশুটি খেলতে খেলতে বালতিতে থাকা পানিতে উল্টো ভাবে পড়ে যায়। তারপরই তার মৃত্যু হয়।
এ সময় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার বলেন, বাচ্চা টার প্রতিবেশীরা সঙ্গে করে মৃত অবস্থায় এনেছিলো। সে সময় মা বাবা কেউ ছিলো না। পানিতে ডুবার কারণে মৃত্যু হয়েছে। বিষয় টি পুলিশ কে অবগত করেছি।
এ বিষয় পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশু বাচ্চা হাওয়ায় মানবিক দিক বিবেচনা করে এসপি স্যারের সাথে কথা বলে মৃত দেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।