ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ শুভ্রা রাণী।
বৃহস্পতিবার সকালে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কয়েকটি প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও অধিকাংশ প্রতিষ্ঠানের অ-ব্যবস্থাপনা দেখে অসন্তষ্টি প্রকাশ করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ক্লিনিক মালিকদের এক সপ্তাহের মধ্যে ক্লিনিক হাসপাতালের পরিবেশ সহ সার্বিক বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। তা না হলে, মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও দুটি চক্ষু ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ কমল পাল, এ্যানেথেসিওলজিষ্ট ডাঃ রাইসুল ইসলাম জুয়েল প্রমূখ।