কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ঔষুধ ফার্মেসিতে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার কোটচাঁদপুর সরকারি হাসপাতাল গেটে অবস্থিত ঔষুধ ফার্মেসি গুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে ঔষুধ বিক্রির দায়ে মিজান ফার্মেসিকে ১৫ হাজার ও ইমতিয়াজ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মন্ডল কে সাথে নিয়ে হাসপাতাল এলাকার ফার্মেসি গুলোতে এ অভিযান চালানো হয়। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন কোটচাঁদপুর থানা পুলিশ।