ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহিদুজ্জামান সেলিম, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার প্রদীপ কুমার মন্ডল, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দীন, স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর সুব্রত বিশ্বাস।
টুর্নামেন্টে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার অনুর্ধ্ব-১৭ ফুটবল একাদশ অংশগ্রহন করবে। আগামী ২জুন টুর্নামেন্টের সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।