কোটচাঁদপুর পৌর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ঠ কাঠ ব্যবসায়ী মোঃ আতিয়ার রহমান এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মেইন বাজার পৌর বিএনপি’র কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র এস.কে.এম সালাহউদ্দীন বুলবুল সিডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সদস্য আবুবক্কর বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, যুবদল নেতা আশরাফুজ্জামান খান মুকুল, প্রমূখ।
শোক সভা শেষে মরহুম আতিয়ার রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা নুরুন-নবী আশেকী দোয়া পরিচালনা করেন। এসময় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।