‘সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প’-এর অধিনে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের নতুন ৬ তলা বিজ্ঞান ভবন ও উপজেলার সাপদারপুর ডি.ইউ আলিম মাদ্রাসার ৪ তলা নতুন একাডিমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি কে.এম.এইচ কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুতোষ কুমারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ রেজাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, পৌর মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক।
কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নূরুল ইসলাম খাঁন বাবুল, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ন-আহ্বায়ক সহিদুজ্জামান সেলিম, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কুশনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধির পক্ষে বক্তব্য রাখেন ইয়ামিন হোসেন। এবং মানপত্র পাঠ করেন কলেজের অধ্যাপক আরতী রানী।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল কলেজের নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে তিনি উপজেলার সাবদারপুর ডি.ইউ আলিম মাদ্রাসার ৪ তলা একাডিমক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।