“ধর্ম যার যার উৎসব সবার” এই শ্লোগান কে সামনে রেখে শারদীয় দূর্গাপুজা উদ্যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।
শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র দে”র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথি পূজা মন্ডপে আগত সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুনন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, পৌর মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম ।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক দেবদাস ভট্রাচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) আব্দুল্লাহ-হেল-আল-মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল,
উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খাঁন বাবলু, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, আব্দুল হান্নান, কাবিল উদ্দীন এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বী নেতা-কর্মীরা।
পরে উপজেলার ৪৫টি মন্দিরে অনুদান হিসাবে নগদ ২০ হাজার টাকা করে অর্থ তুলে দেন প্রধান অতিথি।