শারদীয় দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং নিজস্ব তহবিল হতে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সাংসদ এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিমাই চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেল নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।
পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু রবিন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল সহ ইউপি চেয়ারম্যানরা। অনুষ্ঠানে উপজেলার ৫১টি পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বী নেতাদের হাতে নিজস্ব তহবিল হতে নগদ অর্থ ও বস্ত্র তুলে দেওয়া হয়।