ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশন লুপ লাইনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি লুপ লাইনের কাছে আসলে ট্রেনের পাওয়ারকারসহ দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটানায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মোস্তফা জানায়, প্রাথমিক ভাবে দুর্ঘটনার কারণ সর্ম্পকে জানা যায়নি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।
স্থানীয়রা জানায়, আন্তঃনগর সুন্দরবন ট্রেনটি ১নং লুপ লাইন থেকে ২ নং লাইনে আসার সময় স্টেশনের কন্ট্রোল রুম থেকে লাইন বিচ্ছিন্ন করার কারণেই এই দুর্ঘটান ঘটেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর আলম কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ রেলের কর্মকর্তারা।