ঝিনাইদহের কোটচাঁদপুরে সেচ পাম্পের বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রেজাউল হোসেন রেজা (২৫) নামে এক কৃষকের। গতকাল সোমবার দুপুরে উপজেলার মুরুটিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বলুহর ইউনিয়নের মুরুটিয়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে রেজাউল হোসেন রেজা সোমবার সকালে গ্রামের উত্তর মাঠে জমিতে সেচ কাজের জন্য যায়। এসময় তিনি সেচ পাম্পের বিদ্যুতের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এবং ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়।
দুপুরে পরিবারের লোকজন খোঁজ না পেয়ে নিহতের ছোট ভাই ঘটনাস্থলে যেয়ে ভায়ের মৃত দেহ মাঠে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মেপ্র/আরপি