নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়ে আবারো নৌকার মাঝি হলেন বর্তমান ৫ চেয়ারম্যান। শনিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় আ.লীগের পক্ষ থেকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমান চেয়ারম্যানরাই পুনরায় আ.লীগের দলীয় প্রার্থী মনোনীত হওয়ায় তাদের কর্মী-সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
অপরদিকে মনোনয়ন প্রাপ্তির দৌড়ে এগিয়ে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ছিটকে পড়া মনোনয়ন বঞ্চিতদের অনেকের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। তাদের অনেকে দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে পারেন বলে সাধারণ নেতা-কর্মীরা অনেকে ধারনা করছেন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী মনোনীত হওয়া চেয়ারম্যানরা হলেন, ১নং সাফদারপুর ইউনিয়নের নওশের আলী নাসির, ২ নং দোড়া ইউপি’র মো কাবিল বিশ্বাস, ৩ নং কুশনা ইউপি’র মোঃ আব্দুল হান্নান, ৪ নং বলুহর ইউপি’র মোঃ আব্দুল মতিন ও ৫ নং এলাঙ্গী ইউপি’র মিজানুর রহমান খাঁন।