ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪০পিচ ইয়াবাসহ আরিফুজ্জামান মিথুন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।
বুধবার দুপুরে শহরের গাবতলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাবতলাপাড়ায় ইউনুস আলী মোল্লার বাড়ির সামনে ইয়াবা সহ এক মাদক কারবারি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এস.আই তওফিক ও এ.এস.আই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অবস্থান নেয়।
পরে সন্দেহভাজন যুবককে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
-কোটচাঁদপুর প্রতিনিধি