খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোটচাঁদপুরের ঋষি পাড়ায় অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে আটক করেছে।
শনিবার সকালে পরিচালিত এ অভিযানে জব্দ করা হয়েছে ১ কেজি গাঁজা, ৪ লিটার চুলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম।
অধিদপ্তরের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কোটচাঁদপুরের ঋষি পাড়ায় অভিযান চালায়। অভিযানে আটক হন মনা দাসের মেয়ে উমা রানী (৪২) ও সুশান্ত দাসের স্ত্রী তারা রানী (২৮)। তাদের কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ চুলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অধিদপ্তরের পরিদর্শক জালাল হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার জানান, “খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালাল হোসেন দুইটি আলাদা মামলায় দুইজন আসামিকে থানায় হস্তান্তর করেছেন। একটি গাঁজা ও অন্যটি চুলাই মদের মামলা।”